
শান্তি-সুপ্তিতে সুনীল
আকাশ -দিগন্তে মেঘের ছায়ায় অপার স্নিগ্ধতা
স্তিমিত শান্তি-ঘুমে সুনীল
একরাশ নীরবতা ...
নীবির বন্ধনে পাহাড় জড়িয়ে আছে মেঘে মেঘে
নীরার চোখে জল ...।
তুমি নেই বলে আজ নীল থেকে গাঢ় নীলে
ঢেকে আছে স্তব্ধ আকাশ;
কাঁদছে বরুনা, নীরা ,অর্জুন , ...
কেউ কথা রখেনি বলেই
আজ বড় একা অলি নামের মেয়েটা ।
তোমার শূন্যতা বুকে নিয়ে কাঁদছি সবাই
তোমায় খুঁজে ফিরি পূর্ব থেকে পশ্চিমে
কোথাও কেউ নেই ,
তপ্ত বৈশাখ বিমূর্ত সময় স্থির
স্বর্ণালী রৌদ্রচ্ছটায় নীল নীল নীল কষ্ট গুলো
সবুজ ঘাসের বুকে জমানো শিশির। .
ঢাকা ।