সুপর্নাঞ্জনা সরকার ( পর্ণা )









“ পুজো আসছে ... আসছে পুজো ” 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~


পুজো আসছে... আসছে মা দুর্গা...
মহানন্দে চলছে কেনা কাটা,
হিসাব নিকাশ চলছে কার জামাকাপড় হল ক’টা;
কার কি বাকি আছে কেনার,
কাকে আর বাকি আছে দেবার !

শুনেছি এবার পূজায় কম্বল দেওয়া হবে, 
বুক বেঁধে আছি, সেই দিন আসবে কবে; 
এবার শীতে ঠক ঠকানি একটু কমবে,
দুধের শিশুটা নিশ্চিন্তে বেশ ঘুমাবে;
ভিক্ষা ছাড়া পূজার ক’দিন খেতে পাবো বেশ,
প্রসাদ ফল সন্দেশের স্বাদ পাবো জম্পেশ ! 

বস্তির ছেলেরা এবারও দোকান দেবে,
ফুচকা ঘুগনি বেচে বেশ কিছু রোজগার হবে,
রোজ আনি রোজ খাইদের সুদিন ফিরবে,
কিছুদিন হলেও তাদের মুখে হাসি থাকবে !

আসবে ঢাকি, আসবে পূজারী খালি হাত- 
ফিরবে ব্যাগ ভর্তি,
আনন্দে থাকবে সবাই- করবে স্ফুর্তি; 
ঠাকুর বেচে চলবে না আর বছরভর,
তেড়ে আসছে আগুন বাজার দর !

এমন পূজা হয়না কেন বছরভর,
ক্ষুদার চিন্তা থাকে নাকো আর;
থাকে না চিন্তা শীতের হুঙ্কার,
যদিও লজ্জা ঢাকে দান পাওয়া কাপড় !

পাঁচদিন চাপা থাকে ভদ্রবাড়ির ঝগড়া বিবাদ,
কোলাহল বাজিতে চাপা পড়ে হাজার আর্তনাদ !!!

(৩০.০৯.২০১২) -------- পর্ণা । ©


দেরাদুন 
♪♫•*¨*•.¸¸

Previous Post Next Post

বিজ্ঞাপন