কাশীনাথ গুঁই











এই সকালে
~~~~~~~~~~~


এই সকালে
কাশের বনে।
তোমায় খুঁজি
আপন মনে।

শিউলী ঝরা
হাসি তোমার।
রোজ সকালে
ভোলায় আমায়।

ভাবছো তুমি
মিথ্যে বুঝি।
আসলে তুমি
টের পাওনা।
ব্যাথা আমার
কত খানা।

খুঁজি তোমায়
গভীর রাতে।
সবাই যখন
ঘুমিয়ে থাকে।

ভালবাসার 
পরশখানা
জানি তুমি
টের পাওনা।
ভালবাসা 
দিই যে ছুঁড়ে
ঘুমন্ত ওই 
মুখের পরে।

তুমি আমার
মণিমালা
তোমার সাথেই 
পরাণখেলা।
চাও বা না চাও
টেরটি তুমি 
নাইবা পাও।

সঙ্গ যে পাই
তোমায় ছুঁয়ে।
নাইবা থাকো
আমায় ঘিরে।

খুঁজে তুমি 
পাবেই মোরে
পথেঘাটে
ভীষণ ভীড়ে।
ব্যথা তোমার 
আমার বুকে।
রাতে দিনে 
মাথা কোটে।

জানি তুমি 
মানবে না
কথা আমার 
শুনবে না।
কষ্ট পাবেই 
মনের ক্ষতে
এটাই হয়তো
সদাই ঘটে।


 দুর্গাপুর
♪♫•*¨*•.¸¸

Previous Post Next Post

বিজ্ঞাপন