
প্রকাশ
~~~~~~~~~~
সূর্যের আলোর এক স্নিগ্ধ প্রকাশ
শরতে শিউলি 'কাশের' আকাশ তাই বুঝি স্নিগ্ধ বাতাস!
প্রদীপ গুলি হারানো জৌলুষ পাবে ফিরে
তেল-মাতির সমন্বয়ে আবার উঠবে জেগে
আগমনিকে প্রনাম জানাতে ।
মাতৃত্বের স্পর্শে আছে এক জাদু
বাউলের তালে ওঠে মেতে
এক হয়ে যায় দুই আকাশ।
ঢাকের তালে ধুনুচি নাচ
ছন্দে তালে পায় প্রকাশ
ব্যাভিচারি হৃদয়ে বেজে ওঠে ঢাক
শরৎ তার পরিচয় করে প্রকাশ।
শিলিগুড়ি
♪♫•*¨*•.¸¸