
চরৈবেতি
দিনের নিরিখে নয়, নয়তো বছরের কোন সংলাপ,
মনে হয় কতো শতাব্দী পাড় করছি দুজনে চার চোখের বাঁধনে।
তবুও বহুমাত্রিক পিয়াসী হিসাব জেরবার হয়ে যায়,
রাতচরা পাখিদের আর্তনাদের সীমিত সীমানায়!!
অন্তসারশূন্য শিশ মহলের রন্ধ্রে রন্ধ্রে বিষ পেয়ালায়
উপচেপড়া নিষাদ আহ্বান সারেঙ্গি তে বেঁধেছে জলপ্রপাতের
ধারা,
ভালোবাসার নিরিখে অংগীকার ঠোঁট ছুঁয়েছে বারবার,
নিভৃত বেদনার আদিগন্ত তোমার নয়, অন্তহীন আমার!!
শিয়রে জেগে থাকে একাকী চাপচাপ জোছনা বিলিয়ে দেওয়া চাঁদ,
কনীনিকা তে জড়িয়ে রেখেছিলাম উথলে ওঠা মরণ,
ঐতিহাসিক সমন দমন করতে পারেনি ঝরনার সপ্ত সুর,
শতাব্দীর গায়ে স্তব অঞ্জলি দিয়ে, চলে যাব আরও কিছু
দূর!!!!
কলকাতা ।