রত্নদীপা দে ঘোষ







ফেব্রুয়ারী একুশ


পদচিহ্নে উড়ে আসা পরমায়ু
বসন্ত মাটির ঝলমল ত্বক ফুঁড়ে মেধার ওঙ্কার
পরতের পর পরত কাপাসের নরম লেখনী ......
বিধুর নক্ষত্র ফেরত যে তুমি ভাষার পোশাক
ইছামতী আলোর পংতি প্রতিটি ভোর উচ্চারণ
চিকণ হয়ে ওঠা আলোকবর্ষ
প্রথম প্রপাত খুলে বুকের লতানো রবিশস্য
গ্রন্থিফেরত উড়ছে তোমার অক্ষর হুবহু
কথা বলা পরীর ফাঁকে ফুলের নিজস্ব ফেব্রুয়ারী
টানছে চোখের দাঁড় অলীক ...
একুশের ডানায় তুমি পাখিসকালের অনন্ত বৌনি ...


কলকাতা ।


Previous Post Next Post

বিজ্ঞাপন