সুনীল
সুনীল নাকি নীল লোহিত , এক বাউনডুলে
হয়ত পরে দায়িত্বশীল কাকাবাবু...।
মনের ভেতর ফরিদপুর আর দেশ হারানো ?
কবি? লেখক? বাণিজ্য বোধ? রাজ নৈতিক?
লোকটা চালাক।
লোকটা সফল।
সেলিব্রিটি।
বিতর্ককে বাদ দিলে আজ কি বাকি রয়?
সোনার হোল খাগের কলম,
বিষের তূণীর --
বাংলা, তুমি সেলাম একে করতে পারো।
ইউ এস এ