মৌ দাশগুপ্তা






সুনীল স্মরণে

সুনীল আখ্যানে চোখ রেখেছি স্পর্শসুখের লোভে,
কাব্যগাঁথা জীবনকথা,মুখর সুখে বা ক্ষোভে
ভাসমান মেঘ স্বপ্নে ছুঁয়েছে অসমান ঐ চাঁদ,
কৃত্তিবাসের অবয়ব জুড়ে আলো আঁধারির ফাঁদ।
স্বপ্নিল প্রাণ পেখম মেলেছে সুনিবিড় উল্লাসে,
দিকশূণ্যপুরের পথের ধারেতে নীললোহিতের আশে।
নীরার কাহিনী আর শুনবো না,মন খারাপের দিনে,
ছাপার আখরে যা লেখা আছে,শুধু তাকেই নেবো যে চিনে,
কেউ কথা রাখেনি জানি,কথা কেউ রাখবেনা,
উর্ণনাভ জাল হয়ে আজ কবিতাময় যণ্ত্রণা,
আকাশনীরে মন ভুলেছি পরশকাতর দুখে,
দুখবিলাসী চোখ ভরেছি কালের করাল শোকে।
সেই শোকেতেই আকাশের আজ বেদনাবিধুর সাজ,
হাত বাড়ালেও অধরা সুনীল, নীললোহিত ।

কলকাতা । 
Previous Post Next Post

বিজ্ঞাপন