শুভ বাবর









অস্পষ্ট চিৎকার

( সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে )



শীতল কুয়ার জলে নরম হাত ছূয়ে হলুদ বৃন্ত ছেঁড়া শিউলী ভাসে
জোসনার একাকী ভরা চাঁদ উকি দেয় দীঘল কালো জলে
ঝরা ফুল রাতের শিশির কান্না
মাধবীলতার গাল বেয়ে নামে প্রভাতের সৌরভ ঘুমন্ত শিশুটি ঠোঁট হাসে
জানালার পর্দা সরানো অভিমান আড়ালে
লুকানো মেঘের লাজুক লজ্জা ভাঙ্গে ,
অজানা আবেশে ভরে মন সুখের পিঞ্জর
ঘুমহারা শরৎ বেলার মিষ্টি হাওয়া দোল খায় রাতজাগা চকচকে সোনামুখে ৷

ভালবাসার কলমে ক্লন্তি নামে , শান্তির দক্ষিনা দুয়ার বন্ধ ,
কোন এক অচিন
গ্রহের নিমন্ত্রনে দুষ্ট পাখনার প্রেম উড়ে যায় নীল কণ্ঠ পাখির খোঁজে ,
যেখানে মৃত মানুষে শৈশব
বোনা আছে ছিন্ন করা হৃদয়ের ডাইরীতে ,
আজ হঠাৎ বহুদিন পর কেউ
একজন চন্দন কাঠের ভোগ হবে সাঁজানো গেঁদা ফুল সারিবদ্ধ প্রান ,
ঝাঁঝালো কর্পপুরে গন্ধ ,অস্পষ্ট চিৎকার
দুরন্ত প্রান কাঁধে চড়ে পরম আত্মার খোঁজে ,
পুড়ে ছাই হবে স্বর্গীয় লাভের আশায়
চলে যাবে দেহঘড়ি অনন্তযাত্রায় অন্য এক জন্মের আত্মীয় বাড়ী ৷


ঢাকা
,¸¸,ø¤º°`°๑۞๑

Previous Post Next Post

বিজ্ঞাপন