
কার্তিকে মৃত্যু হল তার, লকে লকে প্রাণবন্ত কবিতা ছিল তার বুক জুড়ে, শক্তিমান প্রাঞ্জল
~~~~~~~~~~~~~~~~~~
কার্তিকে মৃত্যু হল তার,
লকে লকে প্রাণবন্ত কবিতা ছিল তার বুক জুড়ে, শক্তিমান প্রাঞ্জল
দশকের পর দশক জুড়ে, ফুরাল কালের প্রান্ত,
সেখানে একটি পাখির পালক পরেছিল নিঃস্ব।
শরীর আর মগজ জুড়ে,
চাওয়া পাওয়ার নেশা ছিল প্রবল, রক্ত ক্ষয়ে ভাবনার বনুন
কঙ্কাল মজ্জায় সিঁধিয়ে রয়েছে এখনও, অবেলায় শেষ আটপৌঢ় জীবন,
চিতায় উঠে যায় অবলীয়ায়।
মানুষ ভালবাসায় পূণ্য মিলে,
কবিতার মর্মমূলে জীবন ছক আঁকা, বিস্ময় প্রকৃতি নেয় কেড়ে
আগল খোলা আজ অন্তপুরে, আলো নিভে যায়,
প্রলয় বায়ু নেয় চুষে আদি অন্ত সবটুকু।
গড়িয়েছে জীবন স্বপ্ন বিকিয়ে,
হ্যামিলিনের বাঁশির মত সুর তুলে, লোভাতুর মৃত্যুর পিছে পিছে,
সন্ধ্যার আগে জোনাক বিলাস, হেমন্তে হিমেল বাতাস,
জোছনার অপরাহ্ণে কেঁদে উঠে মৃত্যু অভিশাপ।
ঢাকা
,¸¸,ø¤º°`°๑۞๑