সুপর্নাঞ্জনা সরকার ( পর্ণা )







“ অজানা কান্না ” 
~~~~~~~~~~~~


কেন এমন হয় বুঝিনা
বুক ঠেলে কান্না বেরিয়ে আসতে চায় অজানা কারনে
কেউ যেন কিছু বলতে চায়
মনের ভিতরে গুমরে কাঁদে কেউ যেন মনমরা
অথচ আমি কিছুই জানি না
তিন সত্যি বলছি- কিচ্ছু জানিনা আমি !
বাধ্য হয়ে আজ তোমাদের শরণাপন্ন 
এক বন্ধু বলে- 
‘এমন তো ভালো নয়, টয়লেট গিয়ে বমি করো’
আরেকজন বলে-
‘চাপা কান্নাকে বের করে ফেলো, শরীর মন হাল্কা হবে খুব’
কিন্তু কিভাবে তা সম্ভব- কেউ বলোনি তোমরা !
উপায়ন্তর না দেখে আয়নায় সামনে দাঁড়াই
বেশ হাসি খুশি উজ্জীবিত এক মুখ
স্বপ্ন ঘেরা আবেশে উজ্জ্বল দুই চোখ
কোথাও নেই কোন মলিনতার ছাপ
আঁচড়ের দাগ নেই সারা মুখে একটাও
তবে কেন এমন অহেতুক বুকভেজা কান্না ?
যদিও ঠিক করে ফেলেছি-
আর মনের আয়নায় উঁকি দেবো না কিছুতেই !!! 


উত্তরাখণ্ড
,¸¸,ø¤º°`°๑۞๑

Previous Post Next Post

বিজ্ঞাপন