বিলকিস আরা ক্ষমা











‘‘বিদায়’’ 
~~~~~~~~~~~~~~~


গম্ভীর মগ্ন কণ্ঠে সেদিন তিনি বললেন
আজ অপ্রত্যাশিত কিছু ঘটবে কী ?
অতল গহীন রহস্যে আবৃত মৃত্যু, 
হ্যাঁ মৃত্যু ঘটবে এখন...
তিনি তখন দুই পৃথিবীর মাঝখানে।
ইশারায় কেউ কি ডাকলো একজন?
অনুমান ঠিক, ঐ তো দরজায় দাঁড়িয়ে... 
যেন স্বর্গদূত। অসহনীয় আনন্দে তার
সমস্ত শরীরে শিউরে উঠে তীব্র স্তব্ধ বেগ।
ক্ষীণ কণ্ঠে মৃদু হেসে তিনি সুধালেন মাত্র 
কেন ডাকছ আমায়???
এই সবুজ সুন্দর পৃথিবীই তো ঢের ভালো,
বলতে বলতে সমস্ত গুছানো..যেতেই যে হবে। 
বুকের ভেতর কাপে মন, স্বপ্ন হলো স্মৃতি
চোখের উপর আলো-আঁধারের ছায়া।
মুহূর্তেই ঘনকুয়াশায় ঢেকে গেল তার সবুজ
সুন্দর এ পৃথিবী। 
তবুও স্পষ্ট স্বরে মগ্ন চেতনায় হাত নাড়ি 
তিনি বললেন বিদায়......
বিদায় বন্দুগণ।

♪♫•*¨*•.¸¸

Previous Post Next Post

বিজ্ঞাপন