সমর কুমার সরকার








সুনীল স্মরণে 


সুনীল সাগর তীরে বিলীন সুনীল,
চির যুবা,চির প্রেমী,হাস্য অনাবিল।
মহামনাঃ,মহাপ্রাণ,আয়ুধ লেখনী,
চিরায়ত দৃপ্ত শির,চিত্তে অভিমানী।
মহা সংগ্রামে ব্রতী,সাহিত্য জগতে,
নিরলস সৃষ্টি সুধা,নীরবে নিভৃতে।
জন্মিলে মরিতে হবে চির বিধিলিপি,
মৃত্যুহীন স্মৃতি তব রহিবে তথাপি।
পরলোকে গত তবু স্থায়ী নরলোকে,
প্রণমি তোমারে কবি,অমল আলোকে।

শিলিগুড়ি
,¸¸,ø¤º°`°๑۞๑

Previous Post Next Post

বিজ্ঞাপন