এ বি এম সোহেল রশিদ








ওদের একটু কাঁদতে দাও 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



অনুজের নিরুদ্দেশের পথ ধরে 
অভিমানী অগ্রজ সুনীল কি
অপত্যয় স্নেহ পৌঁছে দিতে 
চলে গেলেন হুমায়ুনের কাছে 
ঠিক বোঝা গেল না। 
নি:শেষ হয়ে গেলাম আমরা! 
জমবে না আর বই মেলা 
সমৃদ্ধ হবে না সাহিত্যের কথামালা।
পাঠক সৃষ্টির যাদুকর
দুই ভুবনের দুই বাসিন্দা 
ফেলে দীর্ঘশ্বাস! ছুটেছেন অসীমের পথে।
অশ্রুর মরুভূমিতে পাথর শোক 
বর্ণমালারা আজ কাঁদতে ভুলে গেছে 
ওদের একটু কাঁদতে দাও 
এই আমার শেষ অনুরোধ।





ঢাকা
,¸¸,ø¤º°`°๑۞๑
Previous Post Next Post

বিজ্ঞাপন