
সুনীল শরতে কাশফুলের শুভ্রতা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সাজ সাজ রব শুন ঐ উলু ধ্বনি
বাজে শঙ্খ! বাজে আগমনী সুর!
শরতের দোলনায় দোল খায় আনন্দময়ী
নৃত্যরত কাশ বনে আজ সুখের ঢল!
শ্রদ্ধার কারুকাজে সাজাই ভক্তির উত্তরীয়
একটু অনুগ্রহের জন্য তাই করি উৎসর্গ
ঢাক ঢোলে অহিংস কথামালার জয়গান
ধোপের ধোঁয়ায় আগুনে পরশমণি
ছোঁয়ায় প্রাণে প্রশান্তির ছোঁয়া।
তিনিই দুর্গা! যার কাছে সব শক্তি
সকল দেবতার সম্মিলিত শক্তির প্রতিমূর্তি
দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ, ভয়, শত্রু থেকে মুক্তি
সকল সাগর-মন্থনে ধনাধিষ্ঠাত্রী লক্ষ্মীর আবির্ভাব
ধন, জ্ঞান ও শীল –দেবী লক্ষ্মীর চিরন্তন রূপ।
দেবদ্রোহী অসুর পদদলিত! শুভ শক্তির জয়!
তবু কিঞ্চিত করুণা লাভে পূজনীয় আজ
সিংহ! মানুষের পশুত্ব বিজয়ের প্রতীক!
দেবীর বাহন!মানবতার জাগরণ!
মূষিক চরে আসে সিদ্ধির দেবতা গণেশ
সর্বাগ্রপূজ্য! যাকে ছাড়া পূজা অকল্পনীয়
বাঙালীর ঐতিহ্য আর আনন্দের উৎসব
ধর্মীয় আঁচারের সেরা দুর্গা পূজার উৎসব
সার্বজনীন পূজার মহাউৎসব হোক বিদ্বেষহীন
সুনীল শরতে কাশফুলের শুভ্রতা মেখে
আমার কবিতা তোমাদের জন্য শুভেচ্ছার বারতা।
ঢাকা
♪♫•*¨*•.¸¸