
জন্ম
~~~~
কর্মব্যস্ত দিন শেষ হলে ফিরে আসি নিজের কোটরে
দুহাতে রগড়ে মুছে নিই দিনান্তের ক্লান্তি,
সরে যাই প্রাত্যহিক রুটিরুজির কলতান থেকে,
বহুদূরে,যেখানে মৌনরাত ভেঙে বয়ে যায় কাব্যর নদী
ইতস্তত ধুয়ে নিয়ে যায় চেতনার ধুলো-মাটি,রোদ-বৃষ্টি-বাদলমেঘ,
কিম্বা যেখানে আধো জাগরনে শুনি
বাউল-কীর্তন-ভাটিয়ালি আর ঘুম-পাড়ানিয়া প্রার্থনা সংগীত,
অথবা যেখানে গোপন চৈতন্য জুড়ে রতি রসে মগ্ন দেহতত্ত্বের সাধনা,
সেখনে ভাষাহীণতার আবছায়া অন্ধকারে,
গোলোকধাঁধায় ঘোরে আমার কবিমন,
অলিক ভাবনা বেতাল হয় ভাবের খোঁজে,
মনের আয়নায় শুকনো জলের ফোঁটায়
দানা বাঁধে একটা বিফল ব্যর্থ অপাঙতেয় কবিতা;
মনের ভেতর আলো-আঁধারের অসম প্রতিযোগিতা চলে,
ব্যকরনের নিয়মের আড়ালে জ্বলে যায় শব্দের লাবন্য ,
তবু মনের না বলা কথা,না শোনানো শব্দেরা সংঘবদ্ধ হয়,
হৃদয়ের অসহ্য প্রসব যণ্ত্রণা জানায় উষ্ণ আগমনী বার্তা ,
ফুটফুটে আনন্দরূপী জোৎস্নায় বিস্ফারিত হয়,
সদ্য অঙ্কুরিত মনসিজ, নবজাতিকা আমার কবিতা,
নিস্তব্ধ নিথর চোখের ভাষায়, স্তম্ভিত অহঙ্কারে আমি চেয়ে থাকি,
আর আমার মেঘ সিক্ত অতৃপ্ত বুকের উপর
প্রশান্তির বাতাস বয়ে এনে, জন্ম নেয় নতুন কবিতা।
কলকাতা
♪♫•*¨*•.¸¸