মামনি দত্ত








আমার দূর্গা
~~~~~~~~



মায়ের আগমনী বার্তা শেফালী ঘ্রাণে খবর রটিয়েছে বাতাসে,
কাশবনে সাদা মেঘ জলচিত্র এঁকেছে এক মুঠো সুখী পৃথিবীর।
নীল আসমানী প্রান্তের সীমান্ত ছুঁয়ে, সূর্যের সময়স্রোত
হয়তো স্থবির!
শারদীয়া ঘোর লাগে তোমার আমার সকল উজ্জীবিত প্রাণে,
ফুটপাতে ধ্রুবতারা হাসে, অপুদের গুঞ্জরণে!!
ঢাকের বোলে দোদুল্যমান স্বরলিপিগুলো সুর হয়ে খেলা করে,
শারদ সকালে জীবন ক্যানভাস, রঙের প্রতিমা গড়ে।
বস্তির একচিলতে ঘরে, দূর্গার মুখেও আজ অম্লান হাসি,
ধ্বংসের মাতন বিনাশ শেষে, আমার দূর্গা শান্তির
প্রত্যাশী!!!


কলকাতা 
♪♫•*¨*•.¸¸

Previous Post Next Post

বিজ্ঞাপন