
শরত
~~~~~~
শরত কুমারী অমিত লাবন্য নিয়ে আসো তুমি মোহন আবেশে । কখনো আকাশ জুড়ে ভাসে সাদা মেঘের ভেলা । কখনো ঝরে বৃষ্টিধারা , আবার নরম রোদের সোনালী আঁচলে জড়াও এই বাংলা ।দুর্বার বুকে ভোরের শিশির যেন রাত্রির নীরব কান্না। ঝরে শিউলি তার অপার ঐশ্বর্য নিয়ে, রেখে সৌরভের অনুকম্পা, শারদ পূর্ণিমায় কাশফুল স্পর্শে মাদকতা ছড়াও থাকো অতৃপ্ত অনুভবে,মনের অলিন্দে অনুরনন তুলে নিমেষেই নিজেকে জড়াও কুয়াশা চাদরে। বাতাসে হিমেল পরশ তাই নিসর্গ ও আজ জেনে গেছে শীতের অহনা।
ঢাকা
♪♫•*¨*•.¸¸