বসন্ত প্রভাত
এলোরে ফাগুন আগুন ঝরানো দিন
আরেক ফাগুনে ঘাতক বুলেট
ঝরেছিল কত তাজা প্রান।
রঞ্জিত পথের রক্তে যেন বা পলাশ-
শিমুলের রঙে মিলে মিশে একাকার!
স্তব্দ প্রকৃতির নিঃশব্দ অশ্রুরা
ঝরেছিল। মৌন ছিল বুঝি কোকিলের গান।
চাই মায়ের ভাষায় কথা
বলবার অধিকার। চাইছি আমার
বর্ণমালা। এনেছিল যারা
দিয়ে নিজ প্রাণ।
অলিতে গলিতে উঠেছিলো ঝড়
প্রতিবাদ ,প্রতিরোধ
শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথ।
পৃথিবীর বুকে বাঙ্গালি গৌরবান্বিত
ইতিহাস। একটাই জাতি আমরা বাঙালী
ভাষার জন্য বুকের রক্তে
রাঙ্গিয়েছি বসন্ত প্রভাত।
ঢাকা ।