আসমা

বিজ্ঞাপন









সুনীল 

এভাবে শেষ হয়না, হতেও নেই
এভাবে আরো বেশী রয়ে যায়
এখন তো আর বাধা নেই ব্যাপক হবার
যতটুকু গিয়েছে তা নশ্বর !
শুধুমাত্র দেহ
এখন তিনি অনন্ত হয়েছেন তার স্বপ্নের পথে ।
এখন সোনালী রোদ, কার্তিকের কুয়াশায়, নবান্নের গন্ধে বা শালিখের
ডানায় মাখামাখি হতে তো
আর বাধা নেই !
নেই বাধা ধানসিঁড়ি হয়ে বয়ে যেতে,
শীতের কুয়াশায় বা একটা সোনালী ডানার চিল ।
আজ থেকে তিনি আরো বিস্তৃত হলেন ।
আরো কাছে এলেন বিনম্র শ্রদ্ধায় !!
ভালবাসি সুনীল কাঙ্খিত সকল ভাবে আর প্রেমে ... 

ঢাকা 
,¸¸,ø¤º°`°๑۞๑


Previous Post Next Post