সলিল সিধান্ত !
( অর্জিত ৫২' র বীর শহীদদের ও ঢাকায় মৌলবাদী আক্রমণে নিহত ব্লগার রাজীব হায়দার স্মরণে )
দোহাই , অশ্রুরা আজ না হয় নয়নে'ই থাকুক
পুষ্পেরা থাকুক নিজ বৃন্তে
এসব’ই থাক মূল উৎস স্থলে
ভাবাবেগে জীবন চিনতে ।
বরং উৎসেই থাকুক ভালোবাসা স্নেহ
থাক সুধা - থাকুক মায়ার লহরী ,
থমকে যেও না হে পথিক , হে যৌবন
সম্প্রীতি সৌহার্দ’ ই হোক আলোর দিশারী ।।
যদি কিছু চায় প্রাণ , অন্তিম এই যাত্রা ক্ষণে
নুইয়ে দিও না মেধা আবেগে কাতরে ,
তোমরা যে বীর , বিরঙ্গনা – শুধু
অতীত মুছিয়ো না মোর ,রেখো প্রিয়তরে ।।
জেনো , নেই শ্রেণী নেই বৈষম্য আমার
শুধু , ধর্ম বলতে মনুষ্যত্ব
কি হবে , ভেদাভেদে ক্ষণিকের ক্রিয়ায়
দেখো - চোখের জলেরা কিন্তু সম্পূর্ণ অবিভক্ত ।
তাপের নৈরাজ্য – পেশীর বাহুবলে
দহনে পুড়েছি নিত্যকাল
স্বজনে পোষণে শোষকে পাষাণে
নীরব সমাধি সেই অন্তকাল ।
তাই ,শস্য শ্যামলা এই জীবনানন্দে
বরং জলেই হোক আমার অন্তিম শয্যা
পতঙ্গ’রা ছড়াতে দেবে না দূষণ
পাকে বেঁধে শুধু ভাসাক অস্থির অস্থি মজ্জা ।
উত্তরবঙ্গ ।