রত্নদীপা দে ঘোষ








শহীদ সড়ক 

আলপথ বেয়ে মশাল তার গায়ে একটি সুড়ঙ্গ
তিনমাত্রার সুড়ঙ্গটি কোনো দীর্ঘকবিতার চেয়ে কম নয়
সুড়ঙ্গ পেরিয়ে যার সাথে আলাপ সে এক সীমান্ত
উদ্বাস্তু জামা গেরুয়া হাড় পাঁজর
এমনভাবে সবুজ ফুঁড়ে বেরিয়েছে
যেন ভূমি আর ভূমিহীন চুল্লী
যেন শ্রম আর শ্রমিকের মিছিল
যেন রক্ত আর কিষাণের ফিনকি
সীমান্তে যে পুরোহিত আমাকে অভ্যর্থনা জানালেন
তাঁর নাম শহীদ সড়ক
তিনি আসলে একটি দেশের ধ্বংসাবশেষ .,

কলকাতা ।





Previous Post Next Post

বিজ্ঞাপন