প্রজন্ম জাগরণ
১. ফাঁসিতেই ঝুলবে
প্রজন্ম জেগেছে দ্যাখো ঐ
কাঁপছে বাতাস শাহবাগ স্কোয়ার
জনতা ফুসছে রুখে - মাভৈ
ফাঁসিতেই ঝুলবে সব রাজাকার!
-------------------------------
২. জয় বাংলা হাতিয়ার
উদ্ভট উটের উপর চলছিলো স্বদেশ
কবি শামসুর সাক্ষী তুমি -
হায়, পারলে না দেখে যেতে
স্ফুলিংগ থেকে অগ্নিশিখা -
প্রজন্মের হাতে প্রোজ্বল একাত্তর চেতনা ।
পেয়েছি ফিরে জয় বাংলা হাতিয়ার
চলছে সংগ্রাম, চলবে সংগ্রাম
মানচিত্র ছেয়ে গেছে প্রজন্ম চত্বর ।
ইয়াহিয়া প্রেতাত্মা দালাল রাজাকার
কতধানে কত চাল দেখরে এবার !
৩.
প্রজন্ম চত্বর
সব পথ মিশে গিয়ে প্রজন্ম চত্বর
মর্মর বাতাস ওড়ায় তরুণ উচ্ছ্বাস -
কাদের মোল্লা
তুই রাজাকার-
দেল্যা সাঈদি
তুই রাজাকার-
কামরুজ্জামান
তুই রাজাকার
নিজামী
তুই রাজাকার
মুজাহিদ
তুই রাজাকার
সাকা চৌধুরী
তুই রাজাকার
গোলাম আজম
তুই রাজাকার
জামাত
তুই রাজাকার
শিবির
তুই রাজাকার
বেজম্মা নই আমরা - আমরাই উত্তরসুরী
বীর মুক্তিযোদ্ধা তোমার -
জিনকোডে বয়ে বেড়াই খোয়াবনামা একাত্তর ।
৪. জ্বলুক দ্রোহ একাত্তর
হারামখোরের বাচ্চারা আবারো তৎপর
মানচিত্রে খেলবে কি হোলি বিচ্ছু শ্বাপদ !
গণতন্ত্র বোঝে কি টিক্কা প্রেতাত্মা !
ওদের মুখে দাও সেঁটে দাও লৌহ ঠুলি ।
জাগো হে যুবক, জ্বলুক দ্রোহ একাত্তর
প্রস্তরে প্রস্তরে দাও গুড়িয়ে বিষদাঁত এবার
৫.
গোলাম ভাবনা
তাড়া করে একাত্তর - শেয়ালেরও থাকে স্মৃতি
নুরানী দাড়ি, চোখ জ্বল জ্বল
শাস্ত্রমুখোশ চিন্তাবিদ দশক দশক
আহা কী মধু সময় !
কল্কে কি উল্টে গেল অন্তিমবেলা !
যদিও করেছি কবীরা গুনাহ্
আমারে মারবে দোররা তুচ্ছ মানব !!
রাজপথে কালসাপ হয়েছে মরীয়া
তুমি কি আছো সাথে ইয়া গাফুরুর রাহীম !
ঢাকা।