কাশীনাথ গুইন









গন-প্রজাতন্ত্র্রী ভারতবর্ষ।

সেদিন ভারতে  ভীষণ হর্ষ।
সেদিন স্বাধীন হ'ল এই দেশ।
কত আশা  নিয়ে কত প্রাণ গিয়ে
পরাধীন মাগো হ'লি শৃঙ্খলমুক্ত।
এলো ষে ভারতে গন প্রজাতন্ত্র্র।
প্রজারা এবারে চালাবে শাসনযন্ত্র।
বছরের পর বছর যে গেল
শাসনের তরে প্রজারাই এলো।
দেশে কত না কারখানা হ'ল-
প্রজারা সেখানে কত শ্রম দিল।
চিমনির ধোঁয়ায় আকাশ কালো হ'ল
শ্রমের ফসল বিদেশেও গেল
শ্রমিকের ঘামে মনাফাও এল।
পথ হ'ল প্রাসাদ হ'ল
শ্রমিকের ঘরে আঁধারও রইলো।
শাসকেরা সব দেশসেবা ক'রে
সুস্থ হ'তে বিদেশেই গেল।
শ্রমিকের হাড়ে দূর্বা গজাল
তার সন্তান অপপুষ্টতা নিয়ে
দাতব্য  চিকিৎসায় শ্মশানেই গেল।
তবুও আমরা পালন ক'রব
ঝান্ডা ওড়ানো মাইক বাজানো
ভাষণ সমৃদ্ধ গন-প্রজাতন্ত্র্র।।


কলকাতা ।

Previous Post Next Post

বিজ্ঞাপন