প্রিয়দীপ












গ্রিনরুম




শিক্ষাই জাতির মেরুদণ্ড
বুঝি অর্জিতে আজ ভুল
আপোষে শোষকে যত লণ্ডভণ্ড
বুঝি ব্যাথাতে আজ শূল।

শিল্প এখন হত্যা / ধর্ষণে
আন্তর্জাতিক মানবতা উৎসব ,
জম্পেশে , সব বোদ্ধা'রা  উঁচিয়ে
বোকা বাক্সের উপদ্রব ।

সমূহ অরণ্যে পাখিসব আজ কাকে
কলরবে, নীতি বর্ষণ।
এরা আত্মমুখি , এরা এক জাতমুখী
গোগ্রাসে,  মনুষ্যত্ব বর্জন।

আদতে এদের নেই বর্ম, নেই চর্ম
নিদেন পক্ষে লজ্জা,
এরা এই সাজে রাজা – এই ফকির
কখনো মীরজাফরে সজ্জা।

অথচ, বেদান্তে সমূহ মানুষ সংজ্ঞায় -
ব্রহ্মস্বরূপ ! যার অব্যক্ত অনন্ত্য সম্ভাবনা
তথাপি, অদ্যান্তে রঙ্গিন ফানুস মজ্জায় -
আত্মস্বরূপ ! যতো , মানুষে মানুষ মারার নিভৃত বাসনা ।

হে ন্যাতা হে মন্ত্রী – সাজো মানুষে
নামো পথে, লাখো লাখো জনতায়
হে  স্বরযন্ত্রী হে যতো দোসর  – একবার সাজো
বারবার নহে, কাঁদো সম্ভাবনা হত্যায়।


Previous Post Next Post

বিজ্ঞাপন