শামীম পারভেজ









ফেব্রুয়ারির একুশ এলেই

ফেব্রুয়ারির একুশ এলেই ভোরে নগ্ন পায়ে হাটা
ফেব্রুয়ারির একুশ এলেই লাগাতে হয় কাল ব্যাজটা
ফেব্রুয়ারির একুশ এলেই কালো ব্যানার হাতে নেয়া
ফেব্রুয়ারির একুশ এলেই রঙ্গিন ফুল শহীদের মাজারে দেয়া
ফেব্রুয়ারির একুশ এলেই 'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো...' গাওয়া
ফেব্রুয়ারির একুশ এলেই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়া
ফেব্রুয়ারির একুশ এলেই বসে সংকলন ম্যাগজিন আর বইয়ের মেলা
ফেব্রুয়ারির একুশ এলেই সভা অনুষ্ঠান করেই কেটে যায় সারাবেলা
ফেব্রুয়ারির একুশ এলেই মনে পড়ে বায়ান্নো সালের সংগ্রামের ঘটনা
ফেব্রুয়ারির একুশ এলেই জেগে উঠে ভাষা আন্দোলনের চেতনা
ফেব্রুয়ারির একুশ এলেই মনে পড়ে রফিক সফিক সালাম জাব্বার
ফেব্রুয়ারির একুশ এলেই ভাষা সৈনিকদের নাম জেগে উঠে বারবার
ফেব্রুয়ারির একুশের কারনেই প্রতিষ্ঠিত বাংলা ভাষা
ফেব্রুয়ারির একুশের কারনেই ব্যক্ত করি মনের আশা
ফেব্রুয়ারির একুশের কারনেই বাংলাকে ভালোবাসা
ফেব্রুয়ারির একুশের কারনেই বাংলা 'আর্ন্তজাতিক মাতৃভাষা' ।



বাংলা ভাষা 

বাংলা ভাষা ---- জোগায় মনে শক্তি
বাংলা ভাষা ---- এনে দিলো মুক্তি
বাংলা ভাষা ---- কথায় মিষ্টি
বাংলা ভাষা ---- অপরূপ সৃষ্টি
বাংলা ভাষা ---- বাঙ্গালির প্রাণ
বাংলা ভাষা ---- আনে সম্মান
বাংলা ভাষা ---- বিশ্বে করে বিচরণ
বাংলা ভাষা ---- বেঁচে থাক আমরন
বাংলা ভাষা ---- ভরে উঠে গর্বে
বাংলা ভাষা ---- থাকে হৃদয়ের স্বর্গে




কেমনে তোমারে ভুলি

একুশ না এলে
প্রতিবাদি কন্ঠ গর্জে উঠতোনা
একুশ না এলে
পিচ ঢালা পথ রক্তাক্ত হতোনা
একুশ না এলে
সালাম বরকত রফিক জাব্বাররা ঝরে পড়তোনা
একুশ না এলে
কত মা চোখের অশ্রুতে ভাসাতোনা
একুশ না এলে
বাংলা ভাষা প্রতিষ্ঠা লাভ করতোনা
একুশ না এলে
মাতৃভাষা স্বাধীনতা পেতোনা
একুশ না এলে
শহীদ মিনার গড়ে উঠতোনা
একুশে ফেব্রুয়ারি
কেমনে তোমারে ভুলি।

প্রজন্ম চত্বর

শাহবাগের 'প্রজন্ম চত্বর' '
স্মরণ হয় সেই একাত্তোর
এখানে আসা সর্বস্তরের জনগণ
সবার মাঝেই এক কন্ঠ এক মন
জ্বলছে মশাল প্রতিবাদের আলো
শহীদের স্মরণে মোমবাতি জ্বালো
গানে গানে প্রতিবাদের সুর
গেয়েই চলেছে দিবা কি ভোর
শ্লোগানে শ্লোগানে বলছে আসি
হবে কবে রাজাকারদের ফাঁসি
না না না আর নয় অপেক্ষা
তাদের দিতে হবে উচিত এক শিক্ষা
সাবাস সাবাস এগিয়ে যাও হে প্রজন্ম
এ কারনেই তোমাদের হয়েছে জন্ম ।


ঢাকা ।


Previous Post Next Post

বিজ্ঞাপন