সফিউল্লাহ আনসারী






বাচাঁও মানবতা

মানবতাই আজ সবচে মুল্যহীন
বিক্ষত মানবতা
নিপিড়িত মানবতা
হাত-পা,মুখ বাধা মানবতা
মুক্ত চিন্তা , মুক্ত সংস্কৃতি , মুক্ত বাজার অর্থনীতি
স্বাধীনতার এতো আয়োজনেও
মানবতা গুমরে মরে
মরে পারমানবিক বোমায় !
নির্যাতিত নি:শ্বেষ ;পেষিত মানুষগুলো
একটু বেঁেচ থাকার জন্য
জানায় আকুতি
চারদিকে আর্তপিড়িতের হাহাকার চিৎকার
মানবাধীকারের রক দাবীদারেরা
তা শুনেনা শুনতে পায়না ।
সভ্যতার ধ্বজাধারী কতিপয় মানুষ নামের
অমানুষের প্রতিহিংসা আর ওদের স্বার্থের
কাছে জিম্মি আজ মানবতা
যুদ্ধ হামলা নামক অভিশাপ
কেড়ে নেয় নারী শিশু আর পিতার জীবন।
পঁেচ যাওয়া চেতনার ধারকদের
শোষন আর বঞ্চনা আর কতো সইবে মানুষ ?
অমুল্য মানবতাকে
বাঁচাও বাঁচাও !!!

ঢাকা ।

Previous Post Next Post

বিজ্ঞাপন