প্রিয়দীপ

বিজ্ঞাপন










নেপথ্যে 
~~~~~~~~


তোমার  আধো চোখে রাখা যন্ত্রে 
যখন বেগুনী রশ্মি ছড়ালে –
আমরা কিঞ্চিত আলোকিত হই - ধন্য হই
উৎসব মুখরিত দিবসে, যারা থাকি অন্তরালে । 

তোমার মস্তিষ্ক কি  বন বন করে ঘুরছে ? 
ঝার লণ্ঠনের মৃদু আলোয় ,গঠনে সর্বনাশা রাজবাড়ী -
আমরা কিন্তু আপ্লুত হই... ভীষণই শিহরিত হই
পলেস্তারের কৃত্তিম বুকে ক্ষণিকে  যত কারবারি ।

আমরাই শঙ্খ বাঁজাই – আমরাই জ্বালি মঙ্গল দীপ
নারীতে পুরুষ – পুরুষে নারীতে সাজি, ক্ষুধার কবলে -
মায়াজালে  অলীক দৃশ্য ঘটাই
তুমি মুগ্ধ রবে – রাজবাড়ীর সন্মহিত ছোবলে ।

হে  ক্ষণিকের অতিথি,  জানি   যাবে ফিরে – 
পরবর্তী গন্তব্যে , গন্তব্যে আমরাও চির সাথী , আড়ালে - 
স্বাগতে , লাল গালিচায় - তুমি জানবে -
আমাদের বিনম্র আঙ্গুলে  আবারো ,  পদ যুগল  জড়ালে ।। 


উত্তরবঙ্গ
¸.•*¨*•♫♪




Previous Post Next Post