বর্ষবরণ, কবিতা পাঠের আসর এবং মৃত্তিকার মোড়ক উম্মোচন / সুশান্ত কুমার রায়




হেলা বৈশাখ-১৪২৪ বঙ্গাব্দ, শুভ নববর্ষের শুভক্ষণে বাংলাদেশের উত্তরজনপদের জেলা লালমনিরহাট এর দুরাকুটিতে সাধক ও আধ্যাত্মিক চেতনার কবি পাগলা জাহাঙ্গীরকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিবছর এক জমজমাট বৈশাখী মেলা বসে। পাগলা জাহাঙ্গীর মেলাকে কেন্দ্র করে কবি সংসদ বাংলাদেশ, লালমনিরহাট জেলা শাখার আয়োজনে মেলা প্রাঙ্গণে এক স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবি ও গল্পকার ফেরদৌসী বেগম বিউটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সংসদ বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি কবি এস. এম. মাহবুবুর রহমান মনু। অনুষ্ঠান সঞ্চালকের দ্বায়িত্বে ছিলেন কবি সংসদ বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক কবি আমিনুল ইসলাম মিঠু। আরো উপস্থিত ছিলেন সাপ্টিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. আলম হোসেন, ওয়ার্ড মেম্বার মো. আব্দুল জলিল এবং পাগলা জাহাঙ্গীর এর শ্রদ্ধেয় শিক্ষক মো. আব্দুর রউফ। স্বরচিত কবিতা পাঠ করেন কবি, গল্পকার ও সম্পাদক ফেরদৌসী বেগম বিউটি, কবি এস. এম. মাহবুবুর রহমান মনু, কবি মো. মোখলেছুর রহমান, কবি আজমেরী পারভীন লাবণী, কবি আতাউর রহমান রতন, সাহিত্য-সংস্কৃতি ও শিল্প ভাবনার ছোট কাগজ উত্তরায়ণ এর সম্পাদক সুশান্ত কুমার রায়, কবি ও আবৃত্তিকার মোছা. আসমা খাতুন মনি, মো. মহসিন রেজা প্রমুখ ব্যক্তিত্ব ছাড়াও আরো অনেকে। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কবি ও সম্পাদক মো. আমিনুল ইসলাম মিঠু সম্পাদিত সাহিত্য ও শিল্প ভাবনার ছোট কাগজ মৃত্তিকার মোড়ক উম্মোচন করেন বিশিষ্ট কবি, গল্পকার, সাহিত্যের ছোট কাগজ স্বর্ণামতির এর সম্পাদক ফেরদৌসী বেগম বিউটি।




























































Previous Post Next Post

বিজ্ঞাপন