sgar



কবর  

কে যে কখন কবর থেকে মাটি ঝেড়ে উঠে আসে
ততদিনে দরজায় নতুন ফলক
ততদিনে গলিপথে আরেকটা বাড়ি
কিছুকিছু নামহীন গাছ কোন কোন জ্যামিতিক স্টোন
শুধু অদেখায় ছিল বলে আজ দৃশ্যমান
নিজ বলে কিছু নেই আর নিজ বলে কেউ নেই বসে
ফটোফ্রেমে শুকিয়েছে মালা ভাঙ্গা কাঁচে মাকড়ের জাল
ফিরে যাওয়া চুপিসাড়ে ভালো অদেখায় সরে যাওয়া ভালো
চেনা শুধু কবরের মাটি পরিধানে লেগে থাকা ধুলো
যেখানে ছিলনা কোন টান সেই আজ পরম আপন

Previous Post Next Post

বিজ্ঞাপন