জাহাঙ্গির









আমার সবিতা !!

সবিতারা আমার ক্যানভাসে কখনো
জন্মের কাণ্ডারি - মৃণ্ময়ী রুপে খ্যাত
কখনো , গোল্লাছুটের তিলোত্তমার মতো
কখনো স্নেহের পরশের বাঁধ ভাঙা যতো

তেমনি
ওদের আঁকতে গিয়ে যখন দেখি
সমাজ দ্রোহে নেমে আসা উশৃঙ্খল
আমার রঙ তুলি হয় আরও দুরন্ত দুর্জয় চঞ্চল
হাজারো ক্ষত বুকে বেঁধে নেওয়া ওরা যেন
আমার ক্যানভাসে চির সোহাগী
চির অপরুপ চির উজ্জ্বল

তাই ,
সবিতাদের অধিকারকে ধর্ষণ করে
ছেঁড়া জরায়ুর হাতে যখন ,
সমাজ একপেশে শান্তি প্রস্তাব গ্রহন করে
অসহায় সবিতাদের মতো আমার
অকেজো কবিতা গুলি
ব্যাঙ্গ বিদ্রুপের অট্ট হাসিতে ফেটে পরে

Previous Post Next Post

বিজ্ঞাপন