ঊষসী ভট্টাচার্য









নির্লজ্জ

মিছিল জুড়ে ব্যাতিক্রমি মুখ ভেসে চলেছে,
হাওয়ায় কতো স্লোগান,
তাবৎ বুদ্ধিজীবী , জনগণের দরদী নেতা,
সবার কালশিটে পড়া ঠোঁটে ,
কতো তির্যক রঙ্গ ।
হাওয়ায় তবু ঋতু বদলায়,
রক্ত আবীরে রাঙ্গা হয় জীবন ললাট ,
তবু ... চলাই তো রীতি ,
কিন্তু, তুমি কোথায় গেলে বলতো ??
স্বপ্নে আগে কতো গল্প শোনাতে ,
হাত ধরে নিয়ে যেতে ইতিহাসের পাতায় ,
খবরের কাগজে রোজ শুধু তোমায় দেখি ,
ছেঁড়া কাপড়ে ,বিবর্ণ মুখ।
রক্তে ভাসলে বুক ,
মুখের কি দোষ ?
তবু, আমরাই বা কি করি বলতো ??
পা চাটা দাসত্বের জীবনে কি বা করতে পারি ??
ভারতবর্ষ নামের মেয়েটার রোজের ধর্ষণে পিটিশন তাই অবাঞ্ছিত ,
যা সত্যি তার মুখোমুখি হতেই তো আমাদের পা টলে,
তাই না ?
তাই তো ।।

কলকাতা ।

Previous Post Next Post

বিজ্ঞাপন